Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্রের অগ্নি মশাল ছিলেন খালেদা জিয়া: ন্যাপ যুগ্ম মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৭:৩২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৩

ঢাকা: বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অগ্নি মশাল। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনোই ভুলতে পারে না। তিনি ছিলেন আপসহীন গণমানুষের নেত্রী। তিনি বেঁচে থাকবেন জনতার হৃদয়ে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শেরে বাংলা নগরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সকল সংকটময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখেছেন কিন্তু দেশ ছাড়েননি। তিনি সবসময় বলতেন আমি বাংলাদেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাবো না। তাইতো কারা নির্যাতনসহ দীর্ঘ কারাবন্দি জীবনে অসুস্থ হয়েও আপোষ করেননি তিনি। এজন্যই খালেদা জিয়া বেঁচে থাকবেন সকল মানুষের হৃদয়ে।’

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এএফ এম শরিফুল আলম, প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিম ভুইয়া, মহানগর সদস্য রিনা আক্তার, শান্তা বেগম, জোসনা বেগম, নাসিমা আক্তারসহ অন্যান্যরা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর