ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সামনে থাকা চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় ড. ইয়াবস বলেন, ‘আমরা সবেমাত্র আমাদের মিশন শুরু করেছি। আমাদের একটি বিশেষজ্ঞ দল পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করবে এবং পরবর্তীতে বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে।’ তিনি বাংলাদেশকে একটি ‘প্রাণবন্ত গণতন্ত্র’ হিসেবে উল্লেখ করে বলেন, এই নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগকে ইইউ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
ইইউ প্রতিনিধি দল প্রধান জানান, তারা মূলত নির্বাচনের পদ্ধতিগত বিষয়গুলোর ওপর জোর দেবেন। এর মধ্যে রয়েছে- ভোটার নিবন্ধন প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করা, সামগ্রিক নির্বাচনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইইউ প্রতিনিধি দলকে বর্তমান পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করা হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোট একই সাথে আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ বলে ইসি আমাদের জানিয়েছে। তবে আমাদের বিশ্বাস, কমিশন এই বিষয়গুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবে।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশ একটি বহুমাত্রিক ও বৈচিত্র্যময় দেশ। তাই তারা কোনো নির্দিষ্ট এলাকা নয়, বরং সারা বাংলাদেশের ভোট পর্যবেক্ষণ করবেন।
উল্লেখ্য, বৈঠকে ইইউ-এর প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অবজারভার ইনতা লেসি, লিগ্যাল অ্যানালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসঙ্ক।