Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের জন্য পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে: প্রেস সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪১ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩০

প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। পুরোদমে নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে।’

প্রেস সচিব আরও বলেন, ‘আমরা মনে করি এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। নির্বাচনের আমেজ আমরা সব জায়গায় দেখছি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দুই-একজন দুই একটা কথা বলেন। কিন্তু, আমরা দৃশ্যমান এমন কিছু দেখছি না যার ওপর ভিত্তি করে কেউ বলতে পারেন যে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এটি ছোট পার্টির জন্য যেরকম বড় পার্টির জন্য একই রকম আছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নগরীর এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ পীর আওলিয়ার দেশ। পীর আওলিয়ার হাত ধরে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। এসব হামলার নিন্দা জানাই।’

এর আগে তিনি নগরীর বুড়াপীরের মাজার পরিদর্শনের পর গত জানুয়ারিতে ভাঙচুরের শিকার হওয়া হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ’র (রহ.) মাজার পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর