Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩০

মিলন আলীর মরদেহ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ভোলাহাট-কানসাট আঞ্চলিক সড়কের মান্নু মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সকালে মিলন আলী মোটরসাইকেলযোগে ভোলাহাট যাচ্ছিলেন। এ সময় মান্নু মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন আলী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর