Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশের ভেন্যু বদলের প্রস্তাবে নীরবতা ভাঙল ভারত

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬ ১২:১১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১২:২৬

বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে ভারত-বাংলাদেশ দ্বন্দ্ব এখন চরমে

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এলোমেলো হয়ে গেছে পুরো টি-২০ বিশ্বকাপের সূচি। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় এবারের আসরে বাংলাদেশের অংশগ্রহণ এখন অনিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির মেইল চালাচালির মধ্যে একেবারেই নীরব ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার বিসিসিআই সেক্রেটারি দেভজিত সাকিয়া বলেছেন, বিশ্বকাপের ভেন্যু বদল তাদের এখতিয়ারের বাইরে।

গ্রুপ পর্বের ৪টি ম্যাচই বাংলাদেশ খেলবে ভারতের মাটিতে, সূচিতে নিশ্চিত হয়েছিল এটাই। বিশ্বকাপের এক মাস বাকি থাকতে মোস্তাফিজ ইস্যুকে বেঁকে বসেছে বাংলাদেশ। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ দল। বাংলাদেশের ম্যাচের বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকার নাম প্রস্তাব করেছেন তারা। এ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিসিসিআই সেক্রেটারি সাকিয়া সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, বিশ্বকাপের ভেন্যু বদল পুরোপুরি আইসিসির একক সিদ্ধান্ত, ‘আইসিসির সঙ্গে আমাদের নিজস্ব ইস্যুতে আলোচনা হয়। বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদলে যাবে কিনা, সেটা পুরোপুরি আইসিসির নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমরা মোটেও মাথা ঘামাচ্ছি না।’

শেষ পর্যন্ত যদি বাংলাদেশের ম্যাচে ভেন্যু না বদলানো হয়, তাহলে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর