Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় বেড়েছে দূষণ, আজও বাতাস ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৩:০৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৪

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বজুড়ে বায়ুদূষণের পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। দীর্ঘদিন ধরেই দূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকায় শীত শুরুর আগেই বেড়েছে বায়ুদূষণের মাত্রা।

শনিবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার।

আইকিউএয়ারের সূচকে ডাকারের বায়ুমান স্কোর ৪৩৭, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। শুক্রবার ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৫৪। একদিনের ব্যবধানে দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। দুই দিনের স্কোরই ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে ভারতের রাজধানী দিল্লি ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় এবং একই স্কোরে কলকাতা তৃতীয় অবস্থানে রয়েছে। এই দুই শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। পাকিস্তানের লাহোর ১৯১ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে, যার বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ বা তার বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরে চলাচল ও শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর