Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বাসচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৫:০৫

প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় পিয়াল (২৪) নামে এক বাসের লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে চান্দিনা উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসস্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (১০ জানুয়ারি) সকালেও পিয়াল চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে লাইনম্যানের দায়িত্ব পালন করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্ট্যান্ডে থাকা লোকজন তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই নিহতের পরিবার লাশ সরিয়ে নেয়। ফলে ঘাতক বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে চলে গিয়েছিলেন। বাসটি শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর