Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক রোববার

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৭

নির্বাচন কমিশন ভবন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগে সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক রোববার (১১ জানুয়ারি)।

‎শনিবার (১০ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেন এ সংক্রান্ত সভার বিজ্ঞপ্তি দিয়েছেন।

‎এতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ জানুয়ারি সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের জন্য একটি সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবঃ) সভাপতিত্ব করবেন।

বিজ্ঞাপন

বৈঠকে, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ডের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টিলিজেন্স (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) মহপরিচালক, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর