Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশ ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আইসিসি ও ভারত

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬ ১০:২২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

বিশ্বকাপের বাকি মাত্র এক মাস। তবে যেখানে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার কথা সব পক্ষের, সেখানে বাংলাদেশ ইস্যুতে বিপাকে পড়েছে আইসিসি ও মূল আয়োজক দেশ ভারত। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে কীভাবে বিশ্বকাপের পথে ফেরানো যায়, সে নিয়েই চিন্তায় আছে আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাংলাদেশ ইস্যুতে জরুরি বৈঠকে বসছে বিসিসিআই ও আইসিসি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরপরই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসি। এক চিঠিতে তারা আইসিসিকে সাফ জানিয়ে দেয়, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবেন না তারা। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় নিজেদের সব ম্যাচ সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন তারা।

বিজ্ঞাপন

আইসিসি অবশ্য এখনো এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এই ইস্যুতে ভারত ও আইসিসির মধ্যে কোন আলোচনাও হয়নি। এমন অবস্থায় এনডিটিভি বলছে, আজ থেকে শুরু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের মধ্যেই আলোচনায় বসবে আইসিসি ও বিসিসিআই।

কীভাবে বাংলাদেশকে বিশ্বকাপে আনা যায়, এই ইস্যুতে ভাদোদারায় বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ নিয়ে বেশ চাপে থাকা আইসিসি আজকের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, এমনটাই ধারণা করছে এনডিটিভি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর