Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফকন ২০২৬
আফকনের সেমিতে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬ ১১:১৮

আফকনের শেষ ৪ এ কে কার মুখোমুখি?

২২ ডিসেম্বর মাঠে গড়িয়েছিল আফ্রিকান কাপ অব নেশনসের এবারের আসর। দীর্ঘ এক লড়াইয়ের পর সেমিফাইনালে পৌঁছে গেছে সেরা ৪ দল। এবারের আফকনের সেমিতে কে কার মুখোমুখি, জেনে নেওয়া যাক সেটাই।

টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে থাকা সেনেগাল পৌঁছে গেছে সেমিতে। কোয়ার্টার ফাইনালে মালিকে ১-০ গোলে হারিয়ে শেষ ৪ নিশ্চিত করেছেন তারা। সেমিতে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের ফেভারিট মোহাম্মদ সালাহর দল মিশর। আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে উঠেছেন তারা।

আগামী ১৪ জানুয়ারি প্রথম সেমিতে মুখোমুখি হবে মিশর-সেনেগাল। ট্যাংগিয়ার গ্র্যান্ড স্টেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিতে পা রেখেছিল নাইজেরিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষ আরেক ফেভারিট মরক্কো। ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শেষ ৪ এ পৌঁছে যায় হাকিমির দল।

১৫ জানুয়ারি রাত ২টায় রাবাতের প্রিন্স মৌলি আবদুল্লাহ স্টেডিয়ামে আফকনের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে মরক্কো ও নাইজেরিয়া।

আগামী ১৯ জানুয়ারি রাবাতের প্রিন্স মৌলি আবদুল্লাহ স্টেডিয়ামে রাত ১টায় হবে এবারের আফকনের ফাইনাল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর