Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১২৭ ভরি সোনা চুরির ঘটনায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৫:২৬

জব্দ সোনাসহ গ্রেফতার আসামিরা।

নোয়াখালী: নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্স’-এ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার ও আলাউদ্দিন নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি সোনার মধ্যে ৯ভরি ৪ আনা ২ রত্তি ৭ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়।

রোববার (১১ জানুয়ারী) দুপুর ১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর।

পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের ৪র্থ তলায় নিলয় জুয়েলার্সে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানটির সাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে ১২৭ ভরি সোনা লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর ভাঙ্গরা পাকা সড়কে অভিযান চালিয়ে মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার এবং আলা উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বড়দিঘীর পাড় এলাকার ভাড়া বাসা থেকে চোরাইকৃত ৯ ভরি ৪ আনা ২ রতি ৭ পয়েন্ট সোনার গহনা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে গ্রেফতার আসামিরা ঘটনায় জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর