Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীন-নিরপেক্ষভাবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৫:৪৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:১৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস বলেছেন, স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ।

একইসাথে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের স্বল্প ও দীর্ঘ মেয়াদী পর্যবেক্ষক দল পর্যবেক্ষণ করবে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল রেনেসাঁসে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী সপ্তাহে ৫৬ সদস্যের একটি প্রতিনিধি দল দীর্ঘ মেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। আর নির্বাচনের আগে আরো ৯০ জন পর্যবেক্ষক আসবেন। ইইউ পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর ইইউ থেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে ইভারস আইজাবস বলেন, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝি সেখানে সবার অংশগ্রহণ থাকবে। বিশেষ করে নারী, ক্ষুদ্র জাতিসত্তা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ সকলেই যেন ভোট দিতে পারেন। নির্বাচনে সব নাগরিকরাই যেন ভোট দিতে পারেন, সেটাই আমাদের চাওয়া।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ প্রধান ইনতা লেসে ও মিশনের প্রেস অফিসার ইবার্হাড লাউয়ে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন গত ৮ জানুয়ারি ঢাকায় আসে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর