চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক শিশু নিহতের খবর ছড়িয়ে পড়লেও পরে জানা গেছে, শিশুটি বেঁচে আছে। গুরুতর আহত শিশুটিকে কক্সবাজার থেকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহত আফনান আরা (১২) তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। বর্তমানে আফনান চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ওইসময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে শিশু আফনানসহ দু’জন আহত হয়।
প্রথমে শিশু আফনানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে দুপুরের দিকে শিশুটি জীবিত থাকার খবর পৌঁছালে জনতা শান্ত হন।
জানতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘শিশুটি মারা গেছেন বলে প্রথমে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনার পর নিশ্চিত হওয়া গেছে সে বেঁচে আছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘শিশুটিকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। সে জীবিত আছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘শিশুটিকে বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার থেকে আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তির নির্দেশ দিয়েছেন। তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে।’
এর আগে, গত বৃহস্পতিবার রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।