ঢাকা: বাংলাদেশে ইসলামী অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে শীঘ্রই ইস্যু হতে যাচ্ছে শীঘ্রই আসছে ‘বাংলাদেশ সরকারের বিশেষ সুকুক-১’। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটি-এর দুইটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ-এর সভাপতিত্বে সভাগুলো যথাক্রমে ৭ ও ৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ইজারা পদ্ধতিতে ১০ হাজার কোটি টাকা মূল্যমানের, ১০ বছর মেয়াদি সরকারি সুকুক ইস্যুর অনুমোদন দেওয়া হয়। এই সুকুকে বার্ষিক মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।
সিদ্ধান্ত অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের ৭টি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত নির্দিষ্ট রেল সেবাকে অন্তর্নিহিত সম্পদ হিসেবে ব্যবহার করে এই সুকুক ইস্যু করা হবে।
জানা গেছে, সুকুকটি ব্যক্তিগত স্থান পদ্ধতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অনুকূলে ইস্যু করা হবে। আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সুকুক ইস্যু সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ‘বাংলাদেশ সরকারের বিশেষ সুকুক-১’ ইস্যুর মাধ্যমে সরকারের অবকাঠামো উন্নয়ন তহবিল জোরদার হবে এবং একই সঙ্গে ইসলামী ব্যাংকিং খাতে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। এটি দেশের শরীয়াহ্-সম্মত আর্থিক বাজারকে আরও গভীর ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।