Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ২৩:৩৮

জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: চারদিনের মধ্যে দুই দফা টেলিফোনে কথা বলার পর এবার সৌ‌দি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ হয়েছে।

জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়। রোববার (১১ জানুয়া‌রি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জা‌নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসি’র সিএফএম-এর জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলা‌দে‌শের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। উভয়পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে-উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য ও শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে।

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাতে টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। তারও আগে ৪ জানুয়ারি টেলিফোনে কথা হয় তাদের। ইসহাক দার সে সময় চীন থে‌কে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে টে‌লিফোন করেন।

উল্লেখ্য, ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের জরুরি অধিবেশন শে‌ষে আজ রাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর