ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলন মল্লিককে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার (১২ জানুয়ারি) সকালে এক খুদে বার্তায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল এন্ড মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীর বনশ্রীতে স্কুল শিক্ষার্থীকে গলাকেটে নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি মিলন মল্লিককে বাগেরহাট জেলার সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।
এর আগে, গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’র একটি বাসা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।
নিহতের বড় বোন শোভা জানান, জমিজমা-সংক্রান্ত বিষয়ে তাদের বাবা-মা গত ৭ জানুয়ারি গ্রামের বাড়িতে যান। তাদের একটি হোটেল ব্যবসা রয়েছে। ঘটনার আগের দিন রাতে খাবার নিতে আসায় ফাতেমা হোটেল কর্মী মিলনকে একটু কঠিকভাবে কথা বলেছিল।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাসায় লুটপাট করার চেষ্টা কলে হয়তো মেয়েটি বাধা দেয়। একপর্যায়ে তাকে গলাকেটে হত্যা করা হয়। তবে ধর্ষণের আলামত রয়েছে কি না তা পরীক্ষা করা হচ্ছে।