Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে

‎স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১১:৫২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৩:২১

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে।

ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টার পর শুনানি শুরু করে কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।

আজ ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়েছে আর শেষ হবে বিকেল ৫টায়।

এদিকে গত দুই দিনে মোট ১৪০টি আপিলের ওপর শুনানি হয়েছে, যার মধ্যে ১০৯টি বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২২টি এবং ৯টি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

‎এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

‎নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে, ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রূপায়ণ গ্রুপে কাজের সুযোগ
১২ জানুয়ারি ২০২৬ ১৩:২০

আরো