Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে যা বলেছিলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৫:০৯

গাড়ির দরজা খুলে হামিমকে কাছে ডেকে নেন তারেক রহমান।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে গাড়ি থামিয়ে ডেকে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দূর থেকে হামিমকে দেখে নিজের গাড়ির দরজা খুলে তাকে কাছে ডেকে নেন তারেক রহমান। ভিডিওটি হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন।

হামিম জানান, “দলের চেয়ারম্যান আমাকে দেখে ডাক দেন। আমি কাছে গেলে তিনি শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি তা জানতে চাইলেন। আমি বলি, আপনাকে সালাম দিতে এসেছি। পরে তিনি বলেন, ‘তুমি সাবধানে বের হবে, পড়ে যেন না যাও।’ এরপর আমি তার কাছে দোয়া চেয়ে চলে আসি।”

বিজ্ঞাপন

হামিম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল হলের ছাত্রদল আহ্বায়ক। ডাকসু নির্বাচনে তিনি ছাত্রদলের মনোনীত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন। হামিম ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমি গর্বিত, প্রিয় নেতা। এ দলে আমার কোনো পদের দরকার নেই, শুধু তারেক রহমানের ভালোবাসা নিয়েই আজীবন দলের পতাকাতলে থাকতে চাই।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর