Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৫:৫২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:০৯

বদরগঞ্জ থানা, রংপুর।

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিষাক্ত রেকটিফাইড স্পিরিট (শোধিত অ্যালকোহল) পান করে ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের সোহেল (৩০) এবং বসন্তপুর গ্রামের আলমগীর হোসেন (৪০) নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় মাদক কারবারি জয়নুল আবেদিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফাইড স্পিরিট কিনে পান করেন তারা। পরে মধ্যরাতে অসুস্থ হয়ে মৃত্যু হয় তাদের। সোমবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি জানাজানি হয়।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিটের অবৈধ বিক্রি চলছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি। মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান জরুরি।’

বিজ্ঞাপন

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, রেকটিফাইড স্পিরিট পানে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত জয়নুল আবেদিনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর