Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআইবিএমের মহাপরিচালক নিযুক্ত হলেন ড. এজাজুল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৭:১৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৮:৪৩

ড. মো. এজাজুল ইসলাম -ছবি : সংগৃহীত

ঢাকা: বিআইবিএম-এর নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মহাপরিচালক নিযুক্ত হলেন ড. মো. এজাজুল ইসলাম।সম্প্রতি এ নিয়োগ কার্যকর হয়েছে ।

নতুন দায়িত্ব গ্রহণের আগে ড. এজাজুল ইসলাম –এর মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক (গ্রেড–১) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি এবং মানি মার্কেট অপারেশন কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালনকালে তি‌নি দেশের মুদ্রানীতি কাঠামো আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে সুদের হার করিডোর পদ্ধতি প্রবর্তনে তার নেতৃত্ব ও অবদান উল্লেখযোগ্য। পাশাপাশি তারল্য ব্যবস্থাপনা, অর্থবাজার পরিচালনা এবং বিভিন্ন আর্থিক উপকরণকে আরও কার্যকর ও সুগম করার ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞাপন

তেত্রিশ বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত থাকা ড. এজাজুল ইসলামের আর্থিক ও রাজস্ব নীতি, বিনিময় হার নীতি এবং সুদের হার নীতিসহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।

গবেষণা ও একাডেমিক ক্ষেত্রেও তিনি সুপরিচিত। অর্থ, ঋণ, বিনিময় হার, ব্যাংকিং, সুদের হার এবং বৃহত্তর আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশ ও বিদেশের রেফারি জার্নালে তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৩৫টিরও বেশি।

ড. এজাজুল ইসলাম মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ ব্যাংক স্বর্ণপদক কর্মচারী পুরস্কার লাভ করেন। নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিআইবিএমের প্রশিক্ষণ, গবেষণা ও নীতিগত সক্ষমতা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর