ঢাকা: দেশের রফতানি বাণিজ্যকে আরও উৎসাহিত করতে চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে ৪৩টি খাতে রফতানি বিপরীতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে বিদ্যমান খাতভিত্তিক এ প্রণোদনার হার বহাল থাকবে।
সোমবার (১২ জানুয়ারি) এ বিষয়ে বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়।
নির্ধারিত সময়ের রফতানি বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তার আবেদন বহিঃনিরীক্ষক দ্বারা নিরীক্ষা করানো যাবে। এ ক্ষেত্রে এফই সার্কুলার পত্র নম্বর ১০ (৮ জুলাই ২০২৪) সহ সংশ্লিষ্ট অন্যান্য সার্কুলারের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বস্ত্র ও তৈরি পোশাক খাতে প্রণোদনা
রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত। ইউরো অঞ্চলে বস্ত্রখাতের রফতানিকারকদের জন্য বিদ্যমান ১.৫০ শতাংশের অতিরিক্ত বিশেষ সহায়তা বহাল রাখা হয়েছে।
এছাড়া নতুন পণ্য ও নতুন বাজার সম্প্রসারণে (আমেরিকা, কানাডা, ইইউ ও যুক্তরাজ্য ব্যতীত) বস্ত্রখাতে প্রণোদনা থাকবে এবং ক্ষুদ্র ও মাঝারি তৈরি পোশাক শিল্পের জন্য অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে।
পাট, চামড়া ও হস্তশিল্প
বৈচিত্র্যকৃত পাটপণ্য রফতানিতে সর্বোচ্চ ১০ শতাংশ, পাটজাত চূড়ান্ত দ্রব্যে ৫ শতাংশ এবং পার্টসুতা রফতানিতে ৩ শতাংশ প্রণোদনা নির্ধারণ করা হয়েছে।
চামড়াজাত দ্রব্য রফতানিতে আগের মতো সিলিং সীমা বহাল রেখে ১০ শতাংশ প্রণোদনা থাকবে। হস্তশিল্প ও হাতে তৈরি পণ্য রপ্তানিতে দেওয়া হবে ৬ শতাংশ প্রণোদনা।
মৎস্য, কৃষি ও খাদ্যপণ্য
হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে বরফ আচ্ছাদনের হার অনুযায়ী ১ থেকে ৮ শতাংশ পর্যন্ত প্রণোদনা নির্ধারণ করা হয়েছে।
কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, আলু, চাল এবং দেশে উৎপাদিত চা রফতানিতে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত প্রণোদনা থাকবে।
শিল্প ও প্রযুক্তি খাত
ফার্মাসিউটিক্যালস, হালকা প্রকৌশল, প্লাস্টিক, সিরামিক, ফার্নিচার, গ্যালভানাইজড শিট, কেমিক্যাল পণ্য, কনজিউমার ইলেকট্রনিক্স এবং মোটরসাইকেল রফতানিতে ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত প্রণোদনা নির্ধারণ করা হয়েছে।
সফটওয়্যার ও আইটিইএস রফতানিতে প্রতিষ্ঠান পর্যায়ে ৬ শতাংশ এবং ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য ২.৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।
বিশেষ অঞ্চলভিত্তিক সুবিধা
বেজা, বেপজা ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানের জন্য এফই সার্কুলার নম্বর ৩৪/২০২১ অনুযায়ী ২ শতাংশ পর্যন্ত রফতানি ভর্তুকি বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রফতানি প্রণোদনা প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য সকল শর্ত ও পূর্ববর্তী এফই সার্কুলার/সার্কুলার পত্রের নির্দেশনা অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সকল ব্যাংক ও রফতানিকারকদের বিষয়টি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।