বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলা পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারি ছিলেন।
জানা যায়, পারভেজ হোসেন মোটরসাইকেল যোগে কর্মস্থলে তার যাচ্ছিলেন। পথিমধ্যে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দেয়। এ সময় পারভেজ সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। অজ্ঞাত পিকআপ ভ্যানটি সনাক্ত করার কাজ চলছে।