ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর আজ তৃতীয় দিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মোট ৭১ জনের আপিল শুনানি করেছে ইসি। আজ নির্ধারিত ৭০টি শুনানির বাইরে গতকালের একটি আপিল নিয়ে মোট ৭১ টি শুনানি হয়েছে। এরমধ্যে ৪১ জনের আপিল মঞ্জুর ও ২৪ জনেরটা বাতিল করেছে ইসি।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শুনানি শেষে, ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজকের শুনানিতে মোট আবেদনের মধ্যে ৪১টি আবেদন গৃহীত, ২৪টি আবেদন বাতিল ও ৪টি আবেদন অপেক্ষমাণ (পেন্ডিং) রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম বর্তমানে স্থগিত থাকায় ১৬১ নম্বর আপিল আবেদনটির শুনানি আজ অনুষ্ঠিত হয়নি, চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার দায়ের করা ১৫৭ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন। ময়মনসিংহ-৪ আসনের গত রবিবার (১১ জানুয়ারি) যে আবেদনটি অপেক্ষমাণ রাখা হয়েছিল, সেই শুনানি শেষে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলাম-এর আপিল আবেদনটি আজ মঞ্জুর করেছে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১১ জানুয়ারি) ইসিতে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল শুনানি হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।