রাজবাড়ী: ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার তৎপরতা সবসময় থাকে, তবে নির্বাচনকালীন একটু বেশি হয়। যা সারাদেশে অব্যাহত রয়েছে। যেখানে অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এবার একসাথে দুটো ভোট অনুষ্ঠিত হবে। পাঁচ বছরের জন্য জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য একটি ভোট ও আরেকটি গণভোট। এই গণভোটটা হচ্ছে দীর্ঘমেয়াদি। এই ভোটের ফলাফল দেশের ও জাতির গতি প্রকৃতি নির্ধারণ করবে। এই গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে গণভোট কি তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনার সকলের।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গণভোটের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ এটা অনেকের কাছেই অজানা। গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। আপনারা যারা প্রার্থী রয়েছেন তারা গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করবেন, যাতে প্রত্যেকটি ভোটার গণভোট কি সেটা বুঝতে পারে।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, অতীতে আমাদের যারা নির্বাচনি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকের ভুল-ত্রুটি হয়েছে ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল। এটা আমার আপনার মতো সবাই জানেন, যা অস্বীকার করা যাবে না। সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। বিশ্বাস করি, এ বছর তার পুনরাবৃত্তি হবে না। আমরা চেষ্টা করছি বিগত নির্বাচনে যারা অতি উৎসাহী হয়ে কাজ করেছে তাদের চিহ্নিত করার। তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে সম্পৃক্ত হতে না পারে, সে বিষয়ে আমরা নজর রাখছি।
তিনি আরও বলেন, রাজবাড়ী খুব সুন্দর একটি জেলা। রাজনৈতিক নেতাকর্মী ও প্রার্থীসহ সবাই আন্তরিক, যা মতবিনিময় সভায় পরিলক্ষিত হয়েছে। ফলে আশা করছি, নির্বাচনে রাজবাড়ীতে কোনো সমস্যা হবে না। সবার চেষ্টায় সারাদেশের মতো এখানেও একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সদর আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফসহ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সমর্থক, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।
পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কিডস কর্নার, অফিসার্স ক্লাব রাজবাড়ীর ইনডোর প্রকল্পের উদ্বোধন, জেলা প্রশাসকের বাসভবনের মূল ফটক উদ্বোধনসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।
এর আগে গোয়ালন্দে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেন তিনি। এরপর উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অতিদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। সর্বশেষ তিনি দুপুর ১২ টার দিকে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অমর একুশে শহিদ মিনার উদ্বোধন করেন।