r ঢাকা: বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে উদ্বেগজনক হারে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাসের কবলে থাকা ঢাকা মহানগরে সাময়িক উন্নতির পর আবারও পরিস্থিতির অবনতি হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ২৩৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ৪২০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে। তালিকায় ঢাকার পরেই রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (২৫৫), চীনের চেংদু (২১০) এবং পাকিস্তানের করাচি (১৮৫)।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। এ অবস্থায় সুস্থ ব্যক্তিদেরও বাইরে দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলতে বলা হয়।
ঢাকায় ক্রমবর্ধমান যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও শীতকালে বাতাসের গতি কমে যাওয়াকে বায়ুদূষণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন পরিবেশবিদরা। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব আরও ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছেন।