Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত কমিশনের প্রতিবেদন পাওয়ার পর: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৪:১৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:০৭

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে-স্কেলের বিষয়ে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, কমিশনের ২১ সদস্য বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছেন এবং খুব শিগগিরই তারা প্রতিবেদন জমা দেবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল নিয়ে পে কমিশন কাজ করছে। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন তারা। আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কী করছেন, না করছেন- সেটা আমাদের ব্যাপার না। বিভিন্ন পক্ষ থেকে কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দেওয়া হয়েছে। কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সব দিক বিবেচনা করেই সুপারিশ তৈরি করা হচ্ছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার কি নতুন পে স্কেল অনুমোদন দিয়ে যেতে পারবে- জানতে চাইলে তিনি বলেন, আশা করি কমিশনের রিপোর্ট…. কাল-পরশু কথা হবে। রিপোর্ট যখন আসবে, তখনই জানানো যাবে যে, কীভাবে কী হবে, না হবে। এখন ২১ জন সদস্য, তারা সব কিছু বিচার বিশ্লেষণ করছে, এর সঙ্গে সঙ্গে আবার আসবে জুডিশিয়ারির রিপোর্টটা আলাদা। আবার ডিফেন্সের জন্য একটা সাব-কমিটি আছে।

গতকাল বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছিলেন যে, নির্বাচনের আগে পে স্কেল সম্ভব না, পরবর্তী সরকারে আসবে। সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বললে অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেলে গভর্নরের কিছু নেই। গভর্নর ব্যাংক সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল সরকারের সিদ্ধান্ত।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর