ঢাকা: সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানি ও অভ্যন্তরীণ বাজার থেকে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়সহ ৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫০২ কোটি ৬১ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠকে শেষে জানানো হয়, বৈঠকে চলতি অর্থবছরের জন্য রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব-এর ‘সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে ১৬ তম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৩৯০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
বৈঠকে অভ্যন্তরীণ বাজার থেকে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার তেল ১৮০ টাকা ৮৫ পয়সা দরে এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা।
অন্যান্যের মধ্যে বৈঠকে বাংলাদেশ সরকার ও ওপেক ফান্ডের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বরিশাল (দিনেরার পুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়ক (জেড-৮০৪৪)-এর ২৭তম কিলোমিটারে ‘পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ’ প্রকল্পের একটি প্যাকেজের (প্যাকেজ নং পিডব্লিউ-০১) পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চীনা প্রতিষ্ঠান ‘চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন’ (সিআরবিসি) এ কাজটি করবে। এতে ব্যয় হবে ৮৯৯ কোটি ৬২ লাখ ৭৪ হাজার টাকা।
এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ শীর্ষক প্রকল্পের বিআরটিএ অংশের একটি প্যাকেজ কাজ ‘নন-কনসালটেন্সী সার্ভিস ফর ডেলিভারি অব কমার্শিয়াল ড্রাইভার ট্রেনিং’ শীর্ষক একটি ভৌত সেবার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসি এ কাজটি করবে। এতে ব্যয় হবে ২৩০ কোটি ৭২ লাখ ৬৭ হাজার টাকা।