ঢাকা: ঢাকায় আসার পরদিনই বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।
মার্কিন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীফ অব প্রটোকল নূরুল ইসলামের কাছে পরিচয় পত্র পেশ করবেন। এরপর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর আগে, সোমবার (১২জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আসেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তিনি ১৯তম রাষ্ট্রদূত হিসেবে ঢাকা মিশনে যোগ দেন।
আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।
উল্লেখ্য, ঢাকায় ১৯তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।