ঢাকা: আগেরদিনের মতো মঙ্গলবারও (১৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থান হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২ পয়েন্ট।
আজ ডিএসই-তে ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৫২ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮৪ লাখ টাকা বা ১০ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৯টির। শতাংশ হিসেবে ৪০.৭৭ দর বেড়েছে । আর আর দর কমেছে ১৫৬টির বা শতাংশ হিসেবে ৪০.০০ শতাংশের দর বেড়েছে। আর দর পরিবর্তন হয়নি ৭৫টির বা ১৯.২৩ শতাংশের।
অপরদিকে সিএসই-তে মঙ্গলবার ৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৬০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ৬৬টির এবং পরিবর্তন হয়নি ৩২টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৪ পয়েন্টে।
আগেরদিন সিএসই-তে ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছিল।