বগুড়া: জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বগুড়ার আয়োজনে ৫৪তম শীতাকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মো. রেজওয়ানুল হক, ক্রীড়া শিক্ষক আব্দুল মান্নান, খালেদ মাহমুদ রুবেল, জাহাঙ্গীর আলম, সুলতান আহম্মেদ, হাসান ইমান, আব্দুস সবুর, আয়েশা সিদ্দিকাসহ অন্যান্যরা।
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবল, অ্যাথলেটিক ও ব্যাডমিন্টন খেলায় অংশ নেবে।