Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই স্মৃতি জাদুঘরে প্রদর্শিত হবে গণহত্যায় ব্যবহৃত অস্ত্র ও আলামত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৪:০৮

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জব্দ করা আলামত প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব আলামত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শিত হবে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী এক মাসের জন্য এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে। যার উদ্বোধন হবে আগামী ২০ জানুয়ারি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ট্রাইব্যুনালে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত মামলাগুলোতে জব্দ করা গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক, গুম হওয়া ব্যক্তিদের ওপর নির্যাতনে ব্যবহৃত সরঞ্জামসহ বিভিন্ন আলামত জাদুঘরে প্রদর্শনের জন্য আবেদন করা হয়েছিল।

শুনানি শেষে ট্রাইব্যুনাল এসব মামলার সংশ্লিষ্ট আলামত শুধুমাত্র এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দেন। এ সময়ের মধ্যেই দর্শনার্থীরা জাদুঘরে এসব আলামত দেখতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর