ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি তাদের কার্যক্রমের প্রথম বিনিয়োগ হিসেবে ১০ বছর মেয়াদি ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। সরকারি সুকুকে একক কোনো ব্যাংকের এটাই সর্বোচ্চ বিনিয়োগ।
বুধবার(১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এর হাতে সুকুক ইস্যুর সার্টিফিকেট হস্তান্তর করেন।
জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত নির্দিষ্ট রেল সেবার বিপরীতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটির অনুকূলে সুকুকটি ইস্যু করা হয়।
এই সুকুক বিনিয়োগ ব্যাংকটির বিধিবদ্ধ তারল্য (এসএলআর) সংরক্ষণে সহায়ক হবে এবং প্রয়োজনবোধে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সুবিধা গ্রহণে ব্যবহার করা যাবে। পাশাপাশি, লেনদেনযোগ্য সিকিউরিটিজ হওয়ায় তারল্য ব্যবস্থাপনার প্রয়োজনে ব্যাংকটি যেকোনো সময় সুকুকের মালিকানা হস্তান্তর করতে পারবে।
আর সুকুকে বিনিয়োগের বিপরীতে ব্যাংকটি প্রতি ষান্মাসিকে বার্ষিক ৯.৭৫ শতাংশ হারে মুনাফা প্রাপ্য হবে, যা ব্যাংকটির আর্থিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে। শরীয়াহসম্মত ও নিরাপদ বিনিয়োগ হওয়ায় আমানতকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি বহুমুখী খাতে ব্যাংকের বিনিয়োগের সুযোগও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।