Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’: গেজেটের ক্রমধারা অনুসরণের দাবি ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২২:০৩

-ছবি : সারাবাংলা

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের দাবি, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে কোনো বিশেষ উদ্দেশ্য নয়, বরং সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।

‎বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।

‎’ধানের শীষ’ ঢাকা পড়া প্রসঙ্গে সচিবের বক্তব্য
‎ব্যালট ভাঁজ করলে ধানের শীষ প্রতীক নজরে আসে না-বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, “ইট ইজ এ মিস (এটি একটি ভুল হতে পারে), আমি এখনই বিস্তারিত বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়।” তবে তিনি যোগ করেন, সরকারি গেজেটে দল ও প্রতীকের যে ক্রমিক সাজানো আছে, ব্যালট পেপারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে।

‎বিএনপি এই ব্যালটগুলো সংশোধনের দাবি জানালেও পুনরায় ছাপানো হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করেনি ইসি। সচিব জানান, কমিশন সভায় আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

‎এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যাতে ভাঁজ করলে এটি সহজে দেখা না যায়। দলটি অবিলম্বে অবিতরণকৃত ব্যালটগুলো সংশোধনের দাবি জানিয়ে আসছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর