Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল কার্যতালিকায়

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১২:০৪ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৪১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: জুলাই-গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে মামলাটি কার্যতালিকার ৫৮ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে, গত ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করে। আপিলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মোট আটটি যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে এ আপিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। অপর একটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৩

বায়ুদূষণ তালিকায় শীর্ষে ঢাকা
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

আরো

সম্পর্কিত খবর