Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৪

মিরাজ এবং সজীব প্রামানিক। 

রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সর্দার বাসস্ট্যান্ডের সুগন্ধা ফিলিং স্টেশনের পূর্বপাশে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারী) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে মিরাজ (১৬) এবং একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে সজীব প্রামানিক (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলযোগে সজিব ও মিরাজ পাংশা ফিলিং স্টেশনের দিক থেকে শহরের দিকে আসছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকন উজ্জামান জানান, স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মিরাজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুই তরুণের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৩

বায়ুদূষণ তালিকায় শীর্ষে ঢাকা
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

আরো

সম্পর্কিত খবর