Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৫:২৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৬:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহারের সুস্পষ্ট প্রস্তাব দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

দুপুর দেড়টা থেকে শুরু হওয়া এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট সবচাইতে বেশি ব্যবহৃত হবে। আমরা সিইসির কাছে প্রস্তাব দিয়েছি, যে নির্বাচনি এলাকায় যে কয়জন প্রার্থী থাকবেন, তাদের নাম ও প্রতীক সম্বলিত একই ব্যালট যেন পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। দেশের ভেতরের সব নির্বাচনি এলাকায় সব প্রার্থীর প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট পাঠানোর প্রয়োজন নেই, এটি যৌক্তিকও নয়।’

এ সময়, বাহরাইন ও কাতারে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে এক একটি বাসায় ২০০-৩০০ ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও নির্ধারিত সময়ের আগেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত (ভিক্টিম) হচ্ছি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং এটি এখন প্রমাণিত। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট ব্যাখ্যা দেয়ার দাবিও জানান তিনি।

নির্বাচনি আচরণবিধি সংশোধনের দাবি জানিয়ে বিএনপি নেতা বলেন, ভোটারদের সুবিধার্থে ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকা উচিত। বর্তমান বিধিমালায় এটি না থাকায় ভোটারদের জন্য ভোটদান প্রক্রিয়া কঠিন হতে পারে। তিনি বলেন, ‘আমরা নির্বাচনকে কঠিন নয়, সহজ করতে চাই যাতে সাধারণ ভোটাররা সহজেই তাদের প্রার্থীকে চিনতে পারে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সফর স্থগিতের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে তার সফর স্থগিত করেছেন। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচনি বক্তব্য ও বিবৃতির মাধ্যমে ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হতে হবে।’

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

রাতে ১১ দলের জরুরি সংবাদ সম্মেলন
১৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৬

আরো

সম্পর্কিত খবর