Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে গোলকাজুল নিখোঁজ ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৮:১৪

চাঁপাইনবাবগঞ্জ: অবৈধভাবে ভারতে গরু চোরাচালানের সময় পদ্মা নদীতে নিখোঁজ হওয়া গোলকাজুল ওরফে কাজলকে কেন্দ্র করে নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ এবং গোলকাজুল নিখোঁজ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, আসামি নুরুল ইসলামের ভাই সোহেল রানা, আসামীর চাচা নাজমুল হোসেন, আটক কামরুল ইসলামের স্ত্রী সাবানা বেগম, আসামি নেজামের স্ত্রী পারুল বেগমসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর