ঢাকা: জামায়াতসহ ১১ দলের চূড়ান্ত আসন সমঝোতার বিষয় জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দলটির লিয়াঁজো কমিটির পক্ষে এই সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
সংবাদ বিজ্ঞপ্তি তিনি জানান, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এই সংবাদ সম্মেলন হবে।
এর আগে, আজ সকাল ১১টা থেকে মগবাজারে জামায়াত কার্যালয়ে ১০ দলের নেতারা বৈঠক করেন। এ বৈঠকে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশের কোনো নেতা উপস্থিত ছিলেন না।
তবে বৈঠক থেকে বের হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনূল হক সাংবাদিকদের বলেন, এই বৈঠকে ইসলামী আন্দোলনের প্রতিনিধি না থাকলেও তারা সংবাদ সম্মেলনে থাকবেন। তাদের নিয়েই জোটের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে।