চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আট বছর বয়সী মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। এতে মেয়েটির মৃত্যু হলেও মা জীবিত আছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক ঝগড়ায় অতীষ্ঠ হয়ে ওই নারী এ ঘটনা ঘটান।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে খাদ্যগুদামের পাশে ইছাখালি খালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দেওয়া জান্নাতুল ফেরদৌস (৩২) উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকার প্রবাসী কায়সার আহমেদের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার চাতরী ইউনিয়নে। জান্নাতুলের দুই ছেলে ও এক মেয়ে। মৃত রাইছা (৮) ছিল ভাইবোনদের মধ্যে সবার ছোট।
আনোয়ারা উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ সারাবাংলাকে জানান, দুপুর পৌনে ১টার দিকে একজন ভ্যানচালক তাদের খবর দেন যে খালে এক নারী তার সন্তান নিয়ে ঝাঁপ দিয়েছেন। খবর পেয়েই সেখানে উপস্থিত হয়ে উভয়কে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার কর্মীরা।
এরপর মা-মেয়েকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাইছাকে মৃত ঘোষণা করেন। আর জান্নাতুল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক ঝগড়ার জেরে ওই নারী এমন ঘটনা ঘটিয়েছেন। এর পেছনে আরও কোনো কারণ আছে কী-না সেটা আমরা খতিয়ে দেখছি। মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’