Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২০:০৩

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী হাট এলাকায় ‘চ্যালেঞ্জ কোচিং সেন্টারে’র শিক্ষক রাকিব মিয়ার বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত স্থানীয় বাসিন্দারা কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত রাকিব মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিব মিয়া মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের বানিয়ারজান গ্রামের রুশু মিয়া ছেলে। বৈরাতী হাট এলাকায় একটি রুম ভাড়া নিয়ে ‘চ্যালেঞ্জ কোচিং সেন্টার’ নামে প্রাইভেট কোচিং চালাতেন।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, কয়েকদিন ধরে রাকিব অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে একা রেখে প্রথমে শ্লীলতাহানি পরে জোরপূর্বক ধর্ষণ করেন। প্রতিবাদ করলে বিয়ে করার প্রলোভন দেখান এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। পরে কিশোরী তার পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে বিষয়টি প্রকাশ পায়।

স্থানীয়দের দাবি, এই কোচিং সেন্টারে আরও কয়েকজন শিক্ষার্থীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে স্থানীয়দের নিয়ে আপসের জন্য একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সবার সামনে রাকিব অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তিনি ছাত্রীর সঙ্গে টাইম পাস করেছেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে কোচিং সেন্টার ঘেরাও করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন এবং দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি নুরুজ্জামান বলেন, ‘ভুক্তভোগী কিশোরীকে যথাযথভাবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর