Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ০৮:২৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৮:২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার।

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ভিপি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

মঈন তুষার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক আহমেদ।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের সামনে স্থানীয় জনতা মঈন তুষারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর