Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র শবে মেরাজ আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১১:৩১

ঢাকা: পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই পবিত্র রাতটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এ রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহ তা’য়ালার নির্দেশ নিয়ে প্রিয় নবী (সা.) মানবজাতির কাছে সালাতের বিধান পৌঁছে দেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে (৬২১ খ্রিষ্টাব্দ) এক রাতে মহানবী (সা.) পবিত্র কাবা শরিফ থেকে বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন, যা ‘ইসরা’ নামে পরিচিত। সেখানে তিনি নবীদের ইমামতি করেন। এরপর ফেরেশতা হযরত জিবরাইল (আ.)-এর সঙ্গে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

এই মহিমান্বিত সফরে তিনি সিদরাতুল মুনতাহা, বায়তুল মা’মুর, বেহেশতের নদীসমূহসহ বিভিন্ন ঐশী নিদর্শন প্রত্যক্ষ করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।
পবিত্র এ রাতে দেশের মসজিদে-মসজিদে, ধর্মীয় প্রতিষ্ঠান ও নিজ নিজ ঘরে মুসলমানরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আযগার এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করছেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

পবিত্র শবে মেরাজ আজ
১৬ জানুয়ারি ২০২৬ ১১:৩১

আরো

সম্পর্কিত খবর