Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-১ ও ২ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন ১৮ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫৬

‎ঢাকা:‎ পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত জটিলতা কাটিয়ে নতুন নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, পুনর্নির্ধারিত সীমানায় আগামী ১২ ফেব্রুয়ারি এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জানুয়ারি।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিব আখতার আহমেদের সই এক প্রজ্ঞাপনে এই নতুন তফসিল জারি করা হয়। এর আগে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সীমানা সংক্রান্ত লিভ টু আপিল মঞ্জুর করে রায় প্রদান করেন।

‎নতুন নির্বাচনি সময়সূচী:

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ১৮ জানুয়ারি রোববার।
‎মনোনয়নপত্র বাছাই: ১৯ জানুয়ারি।
‎আপিল দায়ের: ২০ থেকে ২৪ জানুয়ারি।
‎আপিল নিষ্পত্তি: ২৫ জানুয়ারি।
‎প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২৬ জানুয়ারি।
‎প্রতীক বরাদ্দ: ২৭ জানুয়ারি।
‎ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি।

‎সব প্রক্রিয়া শুরু হবে নতুন করে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, আদালতের আদেশে পূর্বের কার্যক্রম স্থগিত হওয়ায় আগের সব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। নতুন সীমানায় এই দুই আসনে ভোট হবে। যারা আগে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে তাদেরও আগামী রোববারের মধ্যে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে। সব প্রক্রিয়া-বাছাই, আপিল ও প্রতীক বরাদ্দ, নতুন তফসিল অনুযায়ী সম্পন্ন হবে।’

‎উল্লেখ্য, নির্বাচন কমিশনের গত সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী পুনর্নির্ধারিত সীমানাতেই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের অংশ হিসেবে এই দুটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর