ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভাকে কেন্দ্র করে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে জাতীয় সংসদ ভবন এলাকায়। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়ানোর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাজীবী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, আগতদের প্রায় সবার পরনেই রয়েছে কালো পোশাক। কেউ পরেছেন কালো পাঞ্জাবি, কেউ কালো শার্ট, আবার নারীদের অনেককে কালো শাড়ি বা হিজাব পরে শোক প্রকাশ করতে দেখা গেছে। হাতে কালো পতাকা ও বুকে শোকের ব্যাজ ধারণ করে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন তারা।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় অংশ নিতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। শোকসভার প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক মাহবুব উল্লাহ জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশবাসীর সম্মিলিত শোকের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানটিকে গাম্ভীর্যপূর্ণ রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।
শোকের মর্যাদা রক্ষায় সভাস্থলে সেলফি তোলা, স্লোগান দেওয়া বা হাততালি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না; সবাইকে নির্ধারিত আসনে বসে শোকসভায় অংশ নিতে দেখা যাচ্ছে। কেবল আমন্ত্রণপত্র প্রদর্শন সাপেক্ষে সুশৃঙ্খলভাবে প্রবেশাধিকার নিশ্চিত করা হচ্ছে।