Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৬:১১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৬:২০

প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, জিগাতলায় ৪ তলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে, আজ সকালে রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১০ জনকে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
১৬ জানুয়ারি ২০২৬ ১৬:১১

আরো

সম্পর্কিত খবর