Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৫৭

খালেদা জিয়ার স্মরণে শোকসভায় পরিবারসহ তারেক রহমান।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হন।

সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় নেতাকর্মী, সমর্থক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শোকসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশপথে পরিচয়পত্র যাচাইসহ একাধিক ধাপে নিরাপত্তা তল্লাশি চলছে। নির্ধারিত কার্ড দেখিয়েই অতিথিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, গবেষক ও সাংবাদিকরা অংশ নিচ্ছেন। রাজনৈতিক নেতাকর্মীরা দর্শক সারিতে উপস্থিত থাকলেও তাদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়নি। অনুষ্ঠান চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে ভেতরে ছবি তোলা, সেলফি ও হাততালি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যারা ভেতরে প্রবেশ করতে পারেননি, তাদের জন্য বাইরে বড় পর্দায় শোকসভার কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা আরও জানান, আমন্ত্রণপত্র ছাড়া কেউ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। মিডিয়াকর্মীদের ক্ষেত্রেও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

শোকসভায় তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও অংশ নেন। তাদের মধ্যে স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোকসভায় যোগ দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন

জোট ছাড়লো ইসলামী আন্দোলন
১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর