Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রাজনৈতিক দল এনপিএ’র আত্মপ্রকাশ

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬

কেন্দ্রীয় শহিদ মিনারে রাজনৈতিক দল এনপিএ’র আত্মপ্রকাশ।

ঢাবি: নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মোট ১০১ জন সেন্ট্রাল কাউন্সিল সদস্যের কমিটি ঘোষণা করেন তারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।

পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে তৈরি করা হয়েছে এ প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে নগদ
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:২৩

বেসরকারি সংস্থায় কাজের সুযোগ
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৩

আরো

সম্পর্কিত খবর