Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতি বন্ধ করতে গনঅভ্যুথান পরবর্তী সরকার কাজ করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:০১

প্রকল্প কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান।

বান্দরবান: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, শুধু পাহাড়েই নয় সারা বাংলাদেশেই উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছে তা বন্ধ করা এবং কাজগুলো এগিয়ে নিতে গনঅভ্যুথান পরবর্তী সরকার কাজ করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের পৌর পানি সরবরাহ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ৩৫০ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, যারা আগামীতে নির্বাচিত হবে তারা এই কাজ এগিয়ে নিয়ে যাবে, আর পাহাড়ের পানি সংকট দূরীকরণে কাজ করবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের পরিচালক মো. শফিকুল হাসান, পুলিশ সুপার আবদুর রহমান, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অনুপম দেসহ বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর