Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি সংস্থায় কাজের সুযোগ

সারাবাংলা ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৫

ছবি: সংগৃহীত

ঢাকা: ১০ ক্যাটাগরির পদে ২৮৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি)। এ নিয়োগে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে সরাসরি আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি);

১. পদের নাম: পরিচালক (মাইক্রোফিন্যান্স);
পদসংখ্যা: ১টি;
বেতন: শিক্ষানবিশকালে ১ লাখ ২০ হাজার টাকা। স্থায়ী হলে ১ লাখ ৫০ হাজার টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;

২. পদের নাম: অডিট চিফ;
পদসংখ্যা: ১টি;
বেতন: শিক্ষানবিশকালে ৬৫,০০০ টাকা। স্থায়ী হলে ৭৫,৩০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;

বিজ্ঞাপন

৩. পদের নাম: এলাকা ব্যবস্থাপক;
পদসংখ্যা: ১২টি;
বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা। স্থায়ী হলে ৪৭,৫৫০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে;

৪. পদের নাম: এমই কো–অর্ডিনেটর;
পদসংখ্যা: ৩টি;
বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা। স্থায়ী হলে ৪৭,৫৫০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে;

৫.পদের নাম: এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার;
পদসংখ্যা: ৩টি;
বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা। স্থায়ী হলে ৪৩,৮৫০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

৬. পদের নাম: শাখা ব্যবস্থাপক;
পদসংখ্যা: ২৫টি;
বেতন: শিক্ষানবিশকালে ৩৬,০০০ টাকা। স্থায়ী হলে ৩৯,৯৬৫ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

৭. পদের নাম: অডিট অফিসার;
পদসংখ্যা: ১০টি;
বেতন: শিক্ষানবিশকালে ২৭,০০০ টাকা। স্থায়ী হলে ২৯,০৫০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

৮. পদের নাম: সিনিয়র ক্রেডিট অফিসার;
পদসংখ্যা: ১০০টি;
বেতন: শিক্ষানবিশকালে ২৬,০০০ টাকা। স্থায়ী হলে ৩১,০০০–৩৩,০০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

৯. পদের নাম: ক্রেডিট অফিসার;
পদসংখ্যা: ১০০টি;
বেতন: শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা। স্থায়ী হলে ২৪,৬৮৫ টাকা।
প্রার্থীর বয়স: ২৬ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

১০. পদের নাম: হিসাবরক্ষক কাম আইটি সহকারী;
পদসংখ্যা: ৩০টি;
বেতন: শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা। স্থায়ী হলে ২৪,৬৮৫ টাকা।
প্রার্থীর বয়স: ২৬ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন; এছাড়া সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র সরাসরি পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা–৬৬০০ ঠিকানায় পাঠাতে হবে (ই-মেইলে আবেদন গ্রহণযোগ্য নয়);

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

বেসরকারি সংস্থায় কাজের সুযোগ
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৩

আরো

সম্পর্কিত খবর