Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ২ দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩৮

পঞ্চগড়: পঞ্চগড়ে নতুন নেতৃত্ব নির্মাণ এবং জেলার উন্নয়নে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা সংকলনের উদ্দেশ্যে দুইদিন ব্যাপী ইউথ পার্লামেন্টের পঞ্চগড়-১ বিতর্ক উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উৎসবের উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন।

সংসদীয় আসন পঞ্চগড়-১ এর আটোয়ারী, পঞ্চগড় সদর, এবং তেঁতুলিয়া উপজেলার প্রায় ২৫০ জন বিতার্কিক এই উৎসবে যোগদান করেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর প্রতিনিধিত্ব করছেন।

সংসদীয় এই বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিচ্ছেন মনিরুজ্জামান প্রত্যাশা এবং বিরোধীদলিয় নেতা হিসেবে অংশ নিচ্ছেন জুই আক্তার। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি। ডেপুটি স্পিকার হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি ।

বিজ্ঞাপন

আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ইউথ পার্লামেন্ট পঞ্চগড় ১ শেষ হবে বলে জানিয়েছে আয়োজক কতৃপক্ষ। পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে থাকছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে থাকছে ক্রিয়েটিভ সাইন্স অলিম্পিয়াড বাংলাদেশ, পঞ্চগড়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে নগদ
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:২৩

বেসরকারি সংস্থায় কাজের সুযোগ
১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৩

আরো

সম্পর্কিত খবর